
জুলাই৩৬ নিউজ | নোয়াখালী, ২২ জুলাই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর পাশে আমরা আছি। তাদের বিপক্ষে গিয়ে সরকার কোনো লাভ করতে পারবে না।”
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন:
“গতকাল আমরা মরদেহের সুনির্দিষ্ট হিসাব পাইনি। সরকার নীরব ছিল, জাতি অন্ধকারে ছিল। আজ প্রেস ব্রিফিংয়ে কিছু তথ্য এসেছে — এটা আশার দিক, তবে দেরি অনভিপ্রেত।”
দুর্ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন:
“স্বাস্থ্য উপদেষ্টা, কনসার্ন মন্ত্রীরা ঘটনাস্থলে কেন যাননি? এটা শুধু দুঃখজনক না, দায়িত্বহীনতাও।”
🔹 শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পাটওয়ারী বলেন:
“গতকাল এইচএসসি শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছিল। আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছি। বিভিন্ন জায়গায় ক্ষতিপূরণ দাবিও উঠেছে — তদন্ত সাপেক্ষে সরকারকে সেগুলো মেনে নিতে হবে।”
🔸 শোক আর সংহতির বার্তা:
“আমাদের ভাইয়েরা যারা শ্রেণিকক্ষে বসে এমন ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আহতদের আরোগ্য কামনায় আমরা সারা দেশে দোয়া মাহফিল করেছি।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।